মুসলিম বিশ্বে পবিত্র মহাগ্রন্থ আল-কুরআনুল কারিমের তাফসির তথা ব্যখ্যাগ্রন্থের
মধ্যে সুপরিচিত এবং প্রসিদ্ধ একটি গ্রন্থ হল "আত-তাফসিরুল কাবির"। এর আসল নাম
"মাফাতিহুল গায়িব"। তবে এটি তাফসিরে কবির নামে সমধিক পরিচিত। কখনো কখনো এটি
"তাফসির আল-রাজি" নামেও উল্লেখ হতে দেখা যায়। ধ্রুপদী তাফসির গ্রন্থ সমূহের মধ্যে
এটি একটি অন্যতম বই। ইসলামের সুন্নি পণ্ডিত সুপরিচিত পারসিয়ান
ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক মুহাম্মদ ইবনে উমার ফখরুদ্দিন আল-রাজি (১১৪৯ - ১২০৯)
এটি রচনা করেন। কুরআনুল কারিমের এই ব্যাখ্যা-ভাষ্যটি ৩২ খণ্ডে রচিত। ইমাম
আত-তাবারি প্রণীত "জামি' আল-বায়ান" নামক আত-তাবারির ২৮ খণ্ডের তাফসিরের চেয়েও
বড় এটি। "আত-তাফসিরুল কাবির" এর অর্থই হল - বৃহৎ তাফসির। এটি একটি সুবৃহৎ তাফসির
গ্রন্থ।
ইমাম রাজী ইসলামের ধর্মতত্ত্বের একজন ইমাম, তাই তাঁর তাফসীরে যুক্তিবাদী ও
শিক্ষামূলক বিতর্ক এবং ভ্রান্ত মতবাদের খণ্ডনের উপর ব্যাপক জোর দেওয়া
হয়েছে।
PDF বই বাংলা (বাংলা - Bengali)
PDF বই আরবি (العرية - Arabic)
PDF বই উর্দু (اردو - Urdu)
PDF বই পারসি (فارسى - Pearsian)
PDF বই হিন্দি (हिन्दी - Hindi)
PDF বই ইংরেজি (English)