আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোন শরীক নেই, তার কোন সমতুল্য নেই। পবিত্র আল কুরআনুল কারিম থেকে এ বিষয় সংক্রান্ত কিছু নির্বাচিত আয়াত নিম্নরুপ :
2:163 : এবং তোমাদের মা’বূদ হলেন একমাত্র মা’বূদ। তিনি ব্যতীত অন্য কোন মা’বূদ নেই; কিন্তু তিনিই মহান দয়ালু, করুণাময়।
3:18 আল্লাহ্ সাক্ষ্য প্রদান করেছেন যে, তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই আর ফিরিশ্তাগণ এবং জ্ঞানীগণও ন্যায়নীতির উপর প্রতিষ্ঠিত হয়ে। তিনি ব্যতীত অন্য কারো ইবাদত নেই, তিনি মহা মর্যাদাবান, প্রজ্ঞাময়।
4:87 আল্লাহ্, তিনি ব্যতীত কারো ইবাদত নেই এবং তিনি নিশ্চয় তোমাদেরকে একত্র করবেন ক্বিয়ামতের দিন, যার মধ্যে কোন সন্দেহ নেই, আর আল্লাহ্ অপেক্ষা কার কথা অধিক সত্য?
5:73 নিঃসন্দেহে কাফির ঐসব লোক, যারা একথা বলে,‘আল্লাহ্ তিন খোদার মধ্যে তৃতীয়’; আর খোদাতো নেই, কিন্তু (আছেন) একমাত্র এবং তারা শাস্তির মধ্যে চিরদিন থাকবে।
6:19 আপনি বলুন,‘সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য কার?’ আপনি বলে দিন! ‘আল্লাহ্ সাক্ষী আমার ও আমার প্রতি এ ক্বোরআনের ওহী এসেছে যেন আমি তা দ্বারা তোমাদেরকে সতর্ক করি এবং যে যে লোকের নিকট এটা পৌছে তাদেরকেও’। তাহলে তোমরা কি এ সাক্ষ্য দিচ্ছো যে, ‘আল্লাহ্র সাথে অন্য খোদাও রয়েছে? ’ আপনি বলুন! ‘আমি এ সাক্ষ্য দিই না’ । আপনি বলুন, ‘তিনি তো একমাত্র মা’বুদ এবং আমি অসন্তুষ্ট ঐগুলো থেকে যেগুলোকে তোমরা শরীক সাব্যস্ত করছো ।
6:102 ইনিই আল্লাহ্ তোমাদের প্রতিপালক; তিনি ব্যতীত অন্য কারো উপাসনা নেই; সবকিছুর স্রষ্টা সুতরাং তারই ইবাদত করো। তিনি সবকিছুর রক্ষক ।
16:51 এবং আল্লাহ্ বলে দিয়েছেন, ‘দু’ খোদা স্থির করো না। তিনি তো একমাত্র মা’বূদ। সুতরাং আমাকেই ভয় করো।
১.↑ বাকারা - ১৬৩ আয়াত
২.↑ ইমরান - ১৮ ' '
৩.↑ নিসা - ৮৭ ' '
৪.↑ মায়েদা - ৭৩ ' '
৫.↑ আনয়াম - ১৯ ' '
৬.↑ আনয়াম - ১০২ ' '
৭.↑ ইউনুস - ১৮ ' '