105:1 হে মাহবূব! আপনি কি দেখেন নি আপনার রব ওই হস্তী আরোহী বাহিনীর কি অবস্থা করেছেন?
105:2 তাদের চক্রান্তগুলোকে কি ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেন নি?
105:3 এবং তাদের উপর পাখির ঝাঁকসমূহ প্রেরণ করেছেন;
105:4 যেগুলো তাদেরকে কঙ্কর-পাথর দিয়ে মারছিলো।
105:5 অতঃপর তাদেরকে চর্বিত ক্ষেতের পল্লবের মতো করেছেন।