আসসালামু আলাইকুম ! "শায়খুল বাঙ্গাল ইসলামপিডিয়া"-তে ইসলাম বিষয়ক কিছু অনুসন্ধান করতে নিচের সার্চ বক্সটি ব্যবহার করুন !

হাদিসে কুদসি


🖊️ হাদিসে কুদসি 

উলুমুল হাদিস তথা হাদিস শাস্ত্র অধ্যায়নে হযরত নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার হাদিসের আর এক প্রকারের পরিচয় পাওয়া যায়। ইলমে হাদিসের পরিভাষায় যাকে ‘হাদিসে কুদসি’ ( حديث قدسى ) বলা হয়। হাদিসের মধ্যে সবচেয়ে গুরুত্বের দাবিদার হলো হাদিসে কুদসি। এ প্রকার হাদিসের মূল্য মহাগ্রন্থ আল-কুরআনুল কারিমের পরেই সর্বোচ্চ মর্যাদার অধিকারী। এরুপ হাদিসের বক্তব্যের মূল ভাব মহান আল্লাহর তরফ থেকে তার রাসুলের নিকট আগত এবং  প্রাপ্ত । আল-কুরআনের ওহি বা বাণী ( যার ভাব এবং ভাষা শব্দে শব্দে বাক্যে বাক্যে সরাসরি আল্লাহর - তা ) ব্যতীত এমন কিছু কথা বা বাণী তার রাসুলের নিজস্ব শব্দে-বাক্যে ভাষায় প্রকাশিত হয়েছে - যার সম্পূর্ণ ভাবটি মহান আল্লাহ পাকের, এগুলোই হচ্ছে হাদিসে কুদসি। অর্থাৎ যে হাদিসের মূল কথা সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে সেই হাদিসকেই 'হাদিসে কুদসি' বলে। আল্লাহ তায়ালা তার নবিকে ইলহাম বা স্বপ্ন যোগে এই মূল কথাগুলো  জানিয়ে দিয়েছেন। 

উল্লেখ্য যে, ‘কুদসী’ ( قدسى ) শব্দটি আরবি  قدس ( কুদস) শব্দ থেকে গঠিত হয়েছে, যার অর্থ الطهر  পরিত্রতা। মহান আল্লাহর একটি গুণবাচক নাম হলো ‘কুদ্দুস’ ( قدوس) অর্থ :  মহান, পবিত্র। আল্লাহর নাম কুদ্দুস’ ( قدوس) এর সাথে সম্পৃক্ত করে মুহাদ্দিসিনে কিরাম এই প্রকার হাদিসকে ''হাদিসে কুদসি'' নামে অভিহিত করে থাকেন । 

প্রখ্যাত হাদিস ব্যখ্যাতা মুল্লা আলি আল-কারি 'হাদিসে কুদসি'র সংজ্ঞা প্রদানে বলেন, 'হাদিসে কুদসি' সেসব হাদিস যা শ্রেষ্ঠ বর্ণনাকারী পূর্ণ চন্দ্রের ন্যায় উজ্জ্বল পরম নির্ভরযোগ্য হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহর নিকট থেকে বর্ণনা করেন, কখনো জিবরাইল (আ:)-এর মাধ্যমে জেনে, কখনো  সরাসরি ওহি কিংবা ইলহাম বা স্বপ্ন যোগে লাভ করেন,  যে কোন প্রকারের ভাষার সাহায্যে এটা প্রকাশ করার দায়িত্ব রাসুলের উপর অর্পিত হয়ে থাকে।"

কোরআন ও হাদিসে কুদসির পার্থক্য : পবিত্র কোরআন ও হাদিসে কুদসি উভয়ই আল্লাহর বাণী হলেও কিছু পার্থক্য রয়েছে। এর মধ্যে কয়েকটি হলো—

১. কোরআনের শব্দ ও মর্ম উভয়ই আল্লাহর পক্ষ থেকে। আর হাদিসে কুদসির শুধু মর্ম আল্লাহর পক্ষ থেকে।

২. সম্পূর্ণ কোরআন সন্দেহাতীত সনদে ধারাবাহিক সূত্রে বর্ণিত, কিন্তু হাদিসে কুদসি এমন নয়।

৩. কোরআন আল্লাহ কর্তৃক শতভাগ সংরক্ষিত। হাদিসে কুদসিও সংরক্ষিত, তবে কোরআনের মতো নয়।

৪. নামাজে কোরআন তিলাওয়াত আবশ্যক। অন্যদিকে নামাজে কিরাতের পরিবর্তে হাদিসে কুদসি তিলাওয়াত করা বৈধ নয়।

৫. কোরআন মহানবী (সা.)-এর জন্য মুজিজা (অলৌকিক), কিন্তু হাদিসে কুদসি মুজিজা নয়। (সহিহ হাদিসে কুদসি, পৃষ্ঠা ১-২)

সিহাহ সিত্তার হাদিসে কুদসি (বাংলা) 

আবদুস শহীদ নাসিম

ডাউনলোড 


বাচাইকৃত ১০০ হাদিসে কুদসি (বাংলা) 

 ‘বাছাইকৃত ১০০ হাদীসে কুদসী’ বইটি মুলত সঙ্কলন ও ইংরেজীতে এর অনুবাদ করা হয় আরব দেশ থেকে। এটি ইংরেজী বই থেকে বাংলায় অনুবাদ করা হলেও অনুবাদের ক্ষেত্রে কখনো কখনো ইংরেজী অনুবাদকের অনুসরণ না করে সরাসরি মূল আরবী থেকে অনুবাদ করা হয়েছে।

এ বইটি আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করা হয়েছে যেন পাঠকগণ সহজে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সুন্নাহ বুঝতে পারেন।

পাঠকদের জন্য খুব সহজে হাদীসগুলো খুঁজে বের করার জন্য তথ্যগুলো মাকতাবাতুল শামেলা থেকে নেয়া হয়েছে।

যে সব কথা ও মন্তব্য ও পাদটিকা বন্ধনীর মধ্যে রয়েছে- তাঁর অধিকাংশই বঙ্গানুবাদ কর্তৃক সংযোজিত।

ডাউনলোড 



PDF বই বাংলা (বাংলা - Bengali

PDF বই আরবি (العرية - Arabic

PDF বই উর্দু  (اردو - Urdu

PDF বই পারসি (فارسى - Pearsian

PDF বই  হিন্দি (हिन्दी - Hindi

PDF বই ইংরেজি (English)

প্রসঙ্গসমূহ ➡️