আসসালামু আলাইকুম ! "শায়খুল বাঙ্গাল ইসলামপিডিয়া"-তে ইসলাম বিষয়ক কিছু অনুসন্ধান করতে নিচের সার্চ বক্সটি ব্যবহার করুন !

কাজভিন

কাজভিন হল ইরানের একটি প্রসিদ্ধ শহর। ইতিহাসগতভাবে জানা যায় যে, কাজভিন শহরটি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা:)-এর শাসনামলে ৬৪৪ সালে সম্প্রসারিত খিলাফতে রাশিদুন-এর অধীনে আসে।[১]

আরেকটি তথ্যানুসারে এ শহরটি মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত ওসমান বিন আফফান (রা:)-এর খিলাফত আমলে এটি বিজিত হয়েছিল বলে জানা যায়।[২]

কাজভিন শহরের প্রথম গভর্ণর বা প্রশাসক ছিলেন নবিজির বিশিষ্ট সাহাবি বারা ইবনু আজিব (রাঃ)।[৩]

বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনু মাজাহ (রাহ.) এ শহরে জন্ম গ্রহণ করেন।[৪][৫]

তথ্যসূত্র

[১].↑ এই তথ্য ও তথ্যসূত্রটি ইংরেজি উইকিপিডিয়া থেকে পাওয়া :   Lambton, Ann K.S.; Hillenbrand, R.M. (1978). "ḲAZWĪN". In Van Donzel, E.; Lewis, B.; Pellat, Ch. (eds.). The Encyclopaedia of Islam, Volume IV (IRAN-KHA). Leiden: E.J. Brill. pp. 857–63. ISBN 90 04 05745 5. Retrieved 8 April 2022.

[২].↑ হাদীস সংকলনের ইতিহাস, পৃঃ ৩৭৭।

[৩].↑ ইমাম ইবনু মাজাহ (রহঃ) ওয়া কিতাবুহুস সুনান : দিরাসাতুন তাতবিকিয়াহ, (সঊদী আরব : প্রিন্সেস নূরা বিনতে আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়, ১৪৩৩-৩৪ হিঃ), পৃঃ ৩।

[৪].↑ شرح کلام جامی ڈاکٹر شمس الدین،صفحہ 1116،مشتاق بک کارنرلاہور

[৫].↑ হাদিয়াতুল আরিফিন, ২য় খন্ড, ১৮ পৃষ্ঠা।

প্রসঙ্গসমূহ ➡️