সিহাহ' (صحاح) শব্দটি আরবি। এটি صحیح শব্দের বহুবচন। অর্থ বিশুদ্ধ, নির্ভুল, সহিহ। আর 'সিত্তাহ' (ستة ) এটিও আরবি শব্দ।। যার অর্থ হল 'ছয়'। দুটি শব্দ মিলে এর অর্থ হয় - ছয়টি বিশুদ্ধ বা ছয়টি সহিহ।
হিজরি তৃতীয় শতাব্দীতে ইলমে হাদিসের অধ্যায়ন-চর্চা, সংরক্ষণ, লিখন,পরীক্ষণ-যাচাই-নিরীক্ষণ ও সংকলনের যে সোনালী সময়টিতে ছয়খানি নির্ভরযোগ্য, প্রামাণ্য হাদিস গ্রন্থ সংকলিত হয়েছে, সেগুলোকেই একত্রে ‘সিহাহ সিত্তাহ' বলা হয়।
সহজভাবে বলতে গেলে - হাদিসের গ্রন্থাবলির মধ্য থেকে বিশুদ্ধ হাদিস সম্বলিত প্রসিদ্ধ ছয়টি সংকলিত গ্রন্থকে 'সিহাহ সিত্তাহ' বলা হয়। সেই ছয়টি গ্রন্থ হল :
১) সহিহ বুখারি।
২) সহিহ মুসলিম
৩) সুনান আবূ দাউদ।
৪) জামে তিরমিজি।
৫) সুনান নাসায়ি।
৬) সুনান ইবনে মাজাহ।