আসসালামু আলাইকুম ! "শায়খুল বাঙ্গাল ইসলামপিডিয়া"-তে ইসলাম বিষয়ক কিছু অনুসন্ধান করতে নিচের সার্চ বক্সটি ব্যবহার করুন !

গাদীরে খুম-এর ঘোষণা (হাদীস নং - ০২)


গাদীরে খুম-এর ঘোষণা

হাদীস নং- ০২:

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تُرِيدُونَ مِنْ عَلِيٌّ وَسَلَّمَ مَا تُرِيدُونَ مِنْ عَلِيٍّ وَسَلَّمَ مَا تُرِيدُونَ مِنْ عَلِيٌّ ( إِنَّ عَلِيًّا مِنِّي وَأَنَا مِنْهُ وَهُوَ ولي كل مؤمن بعدِي ) .

হযরত ইমরান বিন হোসাইন বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- হে লোক সকল ! তোমরা আলীকে নিয়ে কী করতে চাও? হে লোক সকল ! তোমরা আলীকে নিয়ে কী করতে চাও? তোমরা আলীকে নিয়ে কী করতে চাও? অতঃপর বললেন, নিশ্চয়ই আলী আমার হতে এবং আমি আলী হতে। আমার পরে আলীই প্রত্যেক মু'মিনের অভিভাবক।[★]

[] তিরমিজি আল জামিউস সহিহ গ্রন্থের মুনাকিব অধ্যায়ে এ হাদীস বর্ণনা করেছেন।

নাসাঈ বিশুদ্ধ সূত্রে তাঁর খাসায়িস আমীর উল মু'মিনিন আলী বিন আবি তালিব (পৃ: ৭৭, ১২ # ৬৫, ৮৬) এবং আস সুনানুল কুবরা (৫:১৩২ # ৮৪৮৪); আহমদ বিন হাম্বল তাঁর ফাযায়েলুস সাহাবা (২:৬২০ # ১০৬০) গ্রন্থে এর উল্লেখ করেছেন।

আহমদ ইবন হাম্বল কর্তৃক মুসনাদে বর্ণিত হাদীসটির শেষ শব্দগুলো হচ্ছে: وَقَدْ تَغَيَّرَ وَجْهُهُ فَقَالَ: «دَعُوا عَلِيًّا دَعُوا عَلِيًّا إِنَّ عَلِيًّا مِنِّي وَأَنَا مِنْهُ وَهُوَ وَلِى كُلِّ مُؤْمِنٍ

-এবং তাঁর চেহারা মোবারক উচ্ছ্বল হয়ে উঠল। আলীর বিরোধিতা ছেড়ে দাও, আলীর বিরোধিতা ছেড়ে দাও। নিশ্চয়ই আলী আমা হতে, আমি আলী হতে এবং আমার পরে আলীই প্রতিটি মু'মিনের অভিভাবক।

হাকিম তাঁর আল মুসতাদরাকে (৩:১১০, ১১১ # ৪৫৭৯) হাদীসটিকে সহীহ বলেছেন। হাদীসের বিশুদ্ধতা নিরূপনে মুসলিম শরীফে যে সব শর্তের উল্লেখ আছে সে শর্তাবলীর নিরিখে তিনি একে সহীহ বলেছেন অবশ্য ছাহাবী এ বিষয়ে নীরবতা অবলম্বন করেছেন।

ইবনে কসীরও তাঁর আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে অনুরূপ শব্দাবলীসহ হাদীসটি বর্ণনা করেছেন (৫:৪৫৮)। আৰু ইয়ালা আল-মুসনাদ গ্রন্থে হাদীসটি বর্ণনা করে (১:২৯৩ # ৩৫৫) বলেছেন এ হাদীসটির রাবীগণ (বর্ণনা কারীগণ) বিশ্বস্ত। ইবন হাব্বানও হাদীসটিকে সহীহ বলেছেন। তায়ালিসির মুসনাদে বর্ণিত হাদীসটি এ কথাটি অতিরিক্ত আছে -مالهم ولعلي "আলীকে নিয়ে তারা কেন এত পেরেশান?" হিব্বান খুবই বিশ্বস্ত সূত্র থেকে হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন এটা সহীহ (১৫:৩৭৩, ৩৭৪ # ৬১২১)।

ইবনে আবি শায়বা আল-মুসান্নাফ গ্রন্থে (১২:৮০ # ১২১৭০); আবু নঈম তাঁর হিলইয়াতুল আউলিয়া ওয়াত তাবাকাতুল আসফিয়া বইতে (৬:২৯৪); মুহিত তাবারি তাঁর আর-রিয়াদুন নাদরা ফি মানাকিবিল আশারা বইতে (৩:১২৯); হায়সামী মাওয়ারিদুজ জামান বইতে (পৃ: ৫৪৩ # ২২০৩) এবং হিন্দি তাঁর কানজুল উম্মাল বইতে (১৩:১৪২ # ৩৬৪৪৪) এর উল্লেখ করেছেন।

সূত্র :

"গাদিরে খুম-এর ঘোষণা", পৃষ্ঠা : ১৪ - ১৫। 

শায়খুল ইসলাম ড. মুহাম্মদ তাহেরুল কাদেরী (হাফিজাহুল্লাহ)