আসসালামু আলাইকুম ! "শায়খুল বাঙ্গাল ইসলামপিডিয়া"-তে ইসলাম বিষয়ক কিছু অনুসন্ধান করতে নিচের সার্চ বক্সটি ব্যবহার করুন !

গাদীরে খুম-এর ঘোষণা (হাদীস নং- ০১)

গাদীরে খুম-এর ঘোষণা 

হাদীস নং - ১ :

 عَنْ شُعْبَةَ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلِ قَالَ: سَمِعْتُ أَبَا الطُّفَيْلِ يُحَدِّثُ، عَنْ أَبِي سَرِيحَةَ، أَوْ زَيْدِ بْنِ أَرْقَمَ، شُعْبَةُ الشَّالُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: مَنْ كُنْتُ مَوْلَاهُ فَعَلِيٌّ مَوْلَاهُ

হযরত শো’বাহ সালমাহ বিন কুহাইল হতে বর্ণনা করেন, আমি আবু তোফায়েল থেকে শুনেছি যে, তিনি বলেন, আবু সারিয়্যা (রাদ্বিয়াল্লাহু আনহু) অথবা যায়েদ বিন আরকাম (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেছেন (বর্ণনাকারী সম্পর্কে শো’বাহর সন্দেহ) রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা[★]

শো’বাহ এ হাদিসটি মাইমুন আবু আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে, তিনি যায়েদ বিন আরকাম (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে এবং তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন ।

হযরত আবদুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু-এর বরাত দিয়ে হাদীসটি (যে সমস্ত) কিতাবে বর্ণনা করা হয়েছে (তা নিম্নে উল্লেখ করা হলো) :

১. হাকীম, আল মুসতাদরাক (৩:১৩৪#4652) 

২. তাবারানি আল মুজমাউল কবীর (১২:৭৮#১২৫৯৩)

৩. খতিব বাগদাদী, তারিখ বাগদাদ (১২:৩৪৩ )

৪. হায়সামী মাজমাউজ জাওয়ায়িদ (৯:১০৮)

৫. ইবনে আসাকির তারিখ দিমাসক আল কবীর (৪৫:৭৭, ১৪৪)

৬. ইবনে কসীর আল বিদায়া ওয়ান নিহায়া (৫:৪৫১ )

এই হাদিসটি 

জাবির ইবনে আবদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু-এর বরাতে নিম্নলিখিত পুস্তক সমূহে বর্ণনা করা হয়েছে :

১. ইবনে আবি আসিম; আস সুন্নাহ (পৃ: ৬০২ # ১৩৫৫)

২. ইবনে আবি শায়বা, আল মুসান্নাফ (১২:৫৯ # 12121)

আবু আইউব আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু-এর বরাতে উদ্ধৃত-

১. আবু আসিম; আস সুন্নাহ (পৃ: ৬০২ # ১৩৫৪)

২. তাবারানি; আল মুজামাউল কবীর (৪:১৭৩ # 4052)

৩. তাবারানি; আল মুজামাউল আওসাত (১:২৯৯ # ৩৪৮)

সা'দ রাদ্বিয়াল্লাহু আনহু-এর বরাতে উদ্ধৃত—

১. ইবনে আবি আসিম, আস সুন্নাহ (পৃ: ৬০২, ৬০৫ # ১৩৫৮, ১৩৭৫) 

২. দিয়া মাকদিসি, আল আহাদিসুল মুখতারাহ (৩:১৩৯ # ৯৩৭ )

৩. ইবনে আসাকির, তারিখ দিমাস্ক আল কবীর (২০: ১১৪ )

বুরাইদাহ রাদ্বিয়াল্লাহু আনহু-এর বরাতে উদ্ধৃত :

১. আবদুর রাজ্জাক, আল মুসান্নাফ (১১:২২৫ # ২০৩৮৮ ২. তাবারানি, আল মুজাম-উস-সগীর (১:৭১)

৩. ইবনে আসাকির তারিখ দিমাস্ক আল কবীর (৪৫:১৪৩)

ইবনে বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু-এর বরাতে উদ্ধৃত :

১. ইবনে আবি আসিম আস্ সুন্নাহ (পৃ: ৬০১ # ১৩৫৩)

২. ইবনে আসাকির, তারিখ দিমাস্ক আল কবীর (৪৫:১৪৬) 

৩. ইবনে কসীর আল বিদায়া ওয়ান নিহায়া (৫:৪৫৭)

৪. হিন্দী কানজুল উম্মাল (১১:৬০২ # ৩২, ১০৪)

হুবসা বিন জুনাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু-এর বরাতে উদ্ধৃত :

১. ইবনে আবি আসিম, আস সুন্নাহ (পৃ: ৬০২, ১৩৫৯) 

২. হিন্দি, কানযুল উম্মাল (১১ : ৬০৮ # ৩২,৯৪৬)

মালিক বিন হুয়াইরিস রাদ্বিয়াল্লাহু আনহু-এর বরাতে উদ্ধৃত—

১. তাবারানি, আল মু'জামউল কবীর (১৯:২৫২ # 646) ২. ইবনে আসাকির, তারিখ দিমাস্ক আল কবীর (৪৫:১৭৭)

৩. হায়সামি মাজমাউজ জাওয়ায়িদ (১ : ১০৬ )

(আরও লক্ষ্য করুন)

তাবারানি হুজায়ফা বিন উসায়াদ আল গিফারি রাদ্বিয়াল্লাহু আনহু-এর উদ্ধৃতিতে তাঁর মুজামউল কবীর গ্রন্থে (৩:১৭৯ # ৩০৪৯) হাদীসটি বর্ণনা করেছেন।

ইবনে আসাকির হাসান বিন হাসান-এর বরাত দিয়ে তারিখ দিমাসক আল কবির (১৫:৬০,৬১) বইতে হাদীসটি উদ্ধৃত করেছেন। 

আবু হুরায়রা, উমর বিন আল খাত্তাব, আনাস বিন মালিক এবং আবদুল্লাহ বিন উমর রাদ্বিয়াল্লাহু আনহুম-এর উদ্ধৃতিতে ইবনে আসাকির তাঁর তারিখ দিমাশক আল কবীর গ্রন্থে হাদীসটির উদ্ধৃতি দিয়েছেন (৪৫: ১৭৬, ১৭৭, ১৭৮)।

বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু-এর বরাতে ইবনে আসাকির শব্দের সামান্য রদবদল সহ হাদীসটি তাঁর তারিখ দিমাস্ক আল কবীর (৪৫:১৪৩) গ্রন্থে হাদীসটি উদ্ধৃত করেছেন।

আবদুল্লাহ বিন ইয়ামিল-এর বরাত দিয়ে ইবনে আসির তার আসাদুল গাবাহ ফি মা'রিফাতাসি সাহাবা গ্রন্থে (৩:১৪২) হাদীসটি বর্ণনা করেছেন ।

আবু বুরদাহ রাদ্বিয়াল্লাহু আনহু-এর বাচনিক হায়সামী তাঁর মাওয়ারিদ-উজ-জামান গ্রন্থে (পৃ: ৫৪৪ # ২২০৪) হাদীসটি উদ্ধৃত করেছেন ।

আসকালানী তাঁর ফতহুল বারী গ্রন্থে উল্লেখ করেছেন, তিরমিজি এবং নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন এবং অসংখ্য বর্ণনাকারী বিভিন্ন সূত্রে তা সমর্থন করেছেন।

আলবানী তাঁর রচিত সিলসিলাতুল আহাদিস ইস সহিহাহ (৪:৩৩১ # ১৭৫০) গ্রন্থে বলেছেন এই হাদীসের বর্ণনাসূত্র বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত শর্তানুসারে বিশুদ্ধ ।

[] তিরমিজি হাদীসটিকে হাসান, সহীহ ও গরীব বলে তাঁর আল জামিউস সহীহ কিতাবের মানাকীব অধ্যায়ে ৬:৭৯ (৩৭১৩) উল্লেখ করেছেন।

মায়মুন আবু আবদুল্লাহর অনুসরণে শোবাহ এটা যায়েদ বিন আকরাম (রাদিয়াল্লাহু আনহু) এর বরাত দিয়ে বর্ণনা করেছেন। 

আহমদ বিন হাম্বল তাঁর ফাযায়েলুস সাহাবাহ (২:৫৬৯ # ১৫৯)তে, 

মাহামিলি আমালিতে (পৃ: ৮৫), 

তাবারানি আল মুযমাউল কবির-এ (৫:১৯৫,২০৪ # ৫০৭১, ৫০৯৬),

 ইবনে আবি আসিম আস্‌- সুন্নাহ-য় (পৃ: ৬০৩, ৬০৪ # ১৩৬১, ১৩৬৩, ১৩৬৪, ১৩৬৭, ১৩৭০), 

নববী তাহজিবুল আসমা ওয়াল লোগাত গ্রন্থে (পৃ: ৩১৮); ইবনে আসাকির, তারিখ দিমাসক আল কবীর গ্রন্থে (৪৫:১৬৩, ১৬৪), 

ইবনে আসীর) আসাদুল গাবাহ ফি মারিফাতিস্ সাহাবা বইতে (৬:১৩২); 

ইবনে কসীর আল বিদায়াহ ওয়াল নিহাইয়াহ বইতে (৫:৪৬৩) এবং আসকালানী তাযিলুল- মান ফা’আহ বইতে (পৃ: ৪৬৪ # ১২২২) এ হাদীসটি সংকলিত করেছেন।


সূত্র :

"গাদীরে খুম-এর ঘোষণা" - পৃষ্ঠা ১২ - ১৩ - ১৪। 

শায়খুল ইসলাম ড. মুহাম্মদ তাহেরুল কাদেরী (হাফিজাহুল্লাহ),