আসসালামু আলাইকুম ! "শায়খুল বাঙ্গাল ইসলামপিডিয়া"-তে ইসলাম বিষয়ক কিছু অনুসন্ধান করতে নিচের সার্চ বক্সটি ব্যবহার করুন !

গাদীরে খুম-এর ঘোষণা (হাদীস নং- ০৩)


গদীরে খুম-এর ঘোষণা হাদীস নং- ০৩ : عنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ كُنْتُ مَوْلَاهُ فَعَلِيٌّ مَوْلَاهُ وَسَمِعْتُهُ يَقُولُ: أَنْتَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى إِلَّا أَنَّهُ لَا نَبِيَّ بَعْدِي، وَسَمِعْتُهُ يَقُولُ: لأعْطِينَّ الرَّايَةَ الْيَوْمَ رَجُلًا تُحِبُّ اللهَ وَرَسُولَهُ ..

—হযরত সা'দ বিন আবি ওয়াক্কাস (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 'আমি যার মাওলা, আলীও তার মাওলা।' আমি তাঁকে আরো বলতে শুনেছি, 'তুমি (আলী) আমার স্থলাভিষিক্ত যেভাবে হারুন মূসার স্থলাভিষিক্ত। কিন্তু আমার পরে কোন নবী নেই।' আমি তাঁকে আরো বলতে শুনেছি (খাইবারের যুদ্ধের সময়) ‘আজ আমি এমন একজনের হাতে পতাকা তুলে দেব যে আল্লাহ্ এবং তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে ভালবাসে।" [*]

------------------------------

[*]. ইবনে মাজাহ তাঁর সুনান কিভাবের ভূমিকার (আল মুকাদ্দিমা) (১:৯০ # ১২১) এ সহীহ হাদীসটি বর্ণনা করেছেন, 

ইবনে আবি আসিম আস সুন্নাহ (পৃ: ৬০৮ # ১৩৮৬); 

মিজি, তোহফাতুল আশরাফ বি মারিফাতিল আতরাফ (৩:২০৩ # ৩৯০১) এবং নাসাই কিছু ভিন্ন শব্দসহ খাসারিস আমীর উল মু'মিনিন আলী বিন আবি * ভালিব (পৃ: ৩২, ৩৩# ১১) গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।