🔰 গ্রন্থ পরিচিতি "সহিহ মুসলিম"
গ্রন্থকারের নাম :
আবুল হোসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল-কুশাইরী আন-নিশাপুরি।
সংকলনের কারণ
তৎকালীন সময়ে হাদিসের মজলিশের রীতি অনুযায়ী শায়খগণ মুখস্থ অথবা নিজেদের পান্ডুলিপি থেকে ছাত্রদের নিকট হাদিস বর্ণনা করতেন। হাদিসের দরস দিতেন। ইমাম মুসলিমও এ রীতিতেই নিষ্ঠার সাথে হাদিসের দরস দিতেন। তিনি ইলমে হাদিসের সুবিজ্ঞ পন্ডিত ছিলেন। যার কারণে তার ছাত্রদের সংখ্যা ছিল অনেক। তখনও পর্যন্ত শুধু সহিহ হাদিস সম্বলিত আলাদাভাবে কোন গ্রন্থ বা পান্ডুলিপি তাদের নিকট মওজুদ ছিলনা। দরসে উপস্থাপিত পান্ডুলিপিতে সকল ধরণের হাদিসই একত্রে অন্তর্ভুক্ত ছিল। হাদিস বর্ণনার সময় শুধু বলে দেওয়া হতো যে, এই,,এই,,হাদিসটা এই,,এই,, পর্যায় মানের। ইমাম মুসলিম (রাহ)-এর একজন মেধাবী ছাত্র ইমাম মুসলিমকে এমন একটি গ্রন্থ সংকলের কথা বলেন যাতে শুধু সহিহ হাদিসগুলি আলাদা করা যায়, সহিহ হাদিসগুলোই শুধু এতে অন্তর্ভুক্ত হবে। এতে বিভিন্ন অধ্যায় ও অনুচ্ছেদও যেন হয়। যাতে শরীয়তের আহকাম সমূহ সহজতর ভাবে আয়ত্ব করা যায়। ছাত্রের এরুপ পরামর্শ ইমাম মুসলিমকে ভাবিয়ে তোলে। ফলে বিশুদ্ধ হাদিস সংকলনে তিনি উদ্বুদ্ধ হন।
এ বিষয়ে হাফিজ ইমাম শামসুদ্দিন আজ-জাহাবির বক্তব্য উল্লেখযোগ্য:
وَقَدْ أَلَّفَ كِتَابَهُ الصَّحِيحِ إِسْتِجَابَةً لِطَلْبٍ صَاحِبِهِ وَمُرَافِقِهِ فِي الْإِرْتِحَالِ وَالتَّحْصِيلِ : الْحَافِظِ أَحْمَدَ بْنِ سَلَمَةَ النَّيْسَابُوْرِي.
'ইমাম মুসলিম (রহ.) তাঁর অনুগামী এবং সফর ও হাদীস অন্বেষণের সাথী হাফিয আহমদ ইবনে সালামা নায়সাপূরীর প্রার্থনা ও অনুরোধের জবাবে তাঁর আস-সহীহ গ্রন্থ সংকলন করেন।
সংকলনের কাল
জীবনীকার ও ইতিহাস রচয়িতাগণ বিশেষ করে আল ইরাকি এবং হাজি খলিফার তথ্যমতে ইমাম মুসলিম (রাহ) তার "আস-সাহিহ" গ্রন্থটি ২৫০ হিজরি সনে সংকলন করেন।
🔵 মুসলিম শরিফ পারসি
🔵 মুসলিম শরিফ ইংরেজি
🔵 মুসলিম শরিফ হিন্দি
PDF বই বাংলা (বাংলা - Bengali)
PDF বই আরবি (العرية - Arabic)
PDF বই উর্দু (اردو - Urdu)
PDF বই পারসি (فارسى - Pearsian)
PDF বই হিন্দি (हिन्दी - Hindi)
PDF বই ইংরেজি (English)