আসসালামু আলাইকুম ! "শায়খুল বাঙ্গাল ইসলামপিডিয়া"-তে ইসলাম বিষয়ক কিছু অনুসন্ধান করতে নিচের সার্চ বক্সটি ব্যবহার করুন !

আল্লাহ সকল আলমের স্রষ্টা ও মালিক

কাজ চলছে...... 


 2:29 তিনিই, যিনি তোমাদের জন্য সৃষ্টি    করেছেন    যা    কিছু  পৃথিবীতে  রয়েছে; অতঃপর   তিনি  আসমানের  দিকে ‘ইস্তিওয়া’ (ইচ্ছা) করলেন, তখন  ঠিক  সপ্ত-আস্‌মান    সৃষ্টি করলেন,  এবং  তিনি সবকিছু জানেন। 

2:255   আল্লাহ্‌   হন,   যিনি  ব্যতীত  অন্য  কোন     উপাস্য  নেই।  তিনি নিজে জীবিত এবং     অন্যান্যাদের  অধিষ্ঠিত রাখেন।   তাঁকে  না  তন্দ্রা স্পর্শ করে, না নিদ্রা। তাঁরই, যা কিছু আস্‌মানসমূহে রয়েছে এবং যা  কিছু যমীনে।     সে   কে,   যে   তাঁর  সম্মুখে সুপারিশ করবে,   তাঁর        অনুমতি ব্যতিরেকে? (তিনি) জানেন যা কিছু তাদের সম্মুখে রয়েছে এবং  যা কিছু তাদের  পেছনে।   আর  তারা পায়না তাঁর জ্ঞান থেকে, কিন্তু যতটুকু  তিনি চান। তাঁর  ‘কুরসী’  আস্‌মানসমূহ  ও যমীন  ব্যাপী এবং  তাঁর    জন্য  ভারী নয়  এগুলোর   রক্ষণাবেক্ষণ।  আর তিনিই হন উচ্চ, মহা মর্যাদাসম্পন্ন। 

3:26   এরূপ আরয করো, হে  আল্লাহ্‌,  বিশ্ব-রাজ্যের  মালিক! তুমি  যাকে চাও সম্রাজ্য প্রদান করো এবং যার  থেকে চাও সাম্রাজ্য    ছিনিয়ে নাও। আর যাকে চাও সম্মান  প্রদান করো এবং যাকে চাও লাঞ্চনা দাও। সমস্ত       কল্যাণ  তোমারই   হাতে। নিঃসন্দেহে তুমি  সব   কিছু করতে পারো। 

3:189   এবং আল্লাহ্‌রই জন্য আসমানসমূহ              এবং  যমীনের বাদশাহী আর আল্লাহ্‌ প্রত্যেক  বস্তুর উপর শক্তিমান। 

4:53 তাদের কি রাজ্যে কোন অংশ আছে?   এমন হলে   তারা মানুষকে এক কপর্দক (তিল)   পরিমাণও দেবেনা। 

4:126    আর আল্লাহ্‌রই,যা কিছু  আসমানসমূহে রয়েছে  এবং যা কিছু যমীনের   মধ্যে, আর  প্রত্যেক  বস্তুর উপর আল্লাহ্‌র ক্ষমতা রয়েছে। 

5:17 নিশ্চয় কাফির হয়েছে ওই সব লোক            যারা বলেছে, ‘আল্লাহ্‌ মরিয়ম-তনয় মসীহ্‌ই।’ আপনি বলে দিন! ‘অতঃপর আল্লাহ্‌র  কে   কী  করতে  পারে, যদি তিনি এটাই   চান যে, ধ্বংস করে দেবেন মরিয়ম তনয় মসীহ্‌  ও  তার    মাতা    এবং  সমস্ত দুনিয়াবাসীকে?’ আল্লাহ্‌র  জন্যই রাজত্ব  আসমানসমূহের  ও  যমীনের  এবং   সে  দু’টির  মধ্যবর্তীর  (সবকিছুর)।  যা  চান    সৃষ্টি     করেন এবং আল্লাহ্‌  সব  কিছু  করতে পারেন। 

5:120    আল্লাহ্‌রই  জন্য আসমান  সমূহ  ও        যমীন এবং  যা  কিছু এগুলোর মধ্যে  রয়েছে       সবকিছুর রাজত্ব এবং তিনি  সর্ব    বিষয়ে  শক্তিমান। 

6:73 এবং তিনিই, যিনিআস্‌মান ও যমীনকে                 যথাযথভাবে সৃষ্টি  করেছেন;  আর যেদিন        প্রতিটি ধ্বংসপ্রাপ্ত   বস্তুর   উদ্দেশ্যে   বলবেন,  ‘হয়ে যাও!’ সেটা  তখনই  হয়ে যাবে । তার বাণী    সত্য; এবং  তারই   রাজত্ব  হবে  যেদিন  শিঙ্গায়  ফুঁৎকার  দেওয়া  হবে;  প্রতিটি  গোপন     ও  প্রকাশ্য সম্বন্ধে  জ্ঞান ।  এবং  তিনিই প্রজ্ঞাময়, অবহিত । 

6:101    কোন    নমূনা ব্যতিরেকেই আস্‌মানসমূহ ও যমীনের স্রষ্টা; তার সন্তান   হবে  কোত্থেকে?   অথচ  তার  কোন  স্ত্রী  নেই; এবং তিনি  প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন আর তিনি সবকিছু জানেন ।