কাজ চলছে....
13:43 এবং কাফিররা বলে, ‘আপনি রসূল নন’। আপনি বলুন, ‘আল্লাহ্ সাক্ষীরূপে যথেষ্ট আমার মধ্যে ও তোমাদের মধ্যে; এবং সেও যার নিকট কিতাবের জ্ঞান রয়েছে।
36:3 নিশ্চয় আপনি প্রেরিত-
36:4 সরল পথের উপর।
42:52 এবং এভাবে আমি আপনার প্রতি ওহী করেছি, এক প্রাণ সঞ্চারক বস্তু আপন নির্দেশে; এর পূর্বে না আপনি কিতাব জানতেন, না শরীয়তের বিবরণ। হাঁ, আমি সেটাকে আলো করেছি, যা দ্বারা আমি পথ দেখাই আপন বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা করি। এবং নিশ্চয় নিশ্চয় আপনি সোজা পথ বাতলিয়ে দেন।
43:43 সুতরাং দৃঢ়ভাবে ধারণ করে থাকুন সেটাকেই, যা আপনার প্রতি ওহী করা হয়েছে। নিশ্চয় আপনি সরল পথে রয়েছেন।
43:44 এবং নিশ্চয় তা হচ্ছে সম্মান আপনার জন্য এবং আপনার সম্প্রদায়ের জন্য। আর অবিলম্বে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে।
61:6 এবং স্মরণ করুন! যখন মরিয়ময় তনয় ঈসা বললো, ‘হে বনী ইস্রাঈল! আমি তোমাদের প্রতি আল্লাহ্র রসূল; আমার পূর্বেকার কিতাব তাওরীতের সত্যায়নকারী এবং ওই (সম্মানিত) রসূলের সুসংবাদদাতা হয়ে, যিনি আমার পরে তাশরীফ আনবেন, তাঁর নাম ‘আহমদ’। অতঃপর যখন (আহমদ) তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাদি নিয়ে তাশরীফ আনলেন, তখন তারা বললো, ‘এতো সুস্পষ্ট যাদু’।
62:2 তিনিই, যিনি উম্মী লোকদের মধ্যে তাদেরই মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেন যেন তাদের নিকট তাঁর আয়াতসমূহ পাঠ করেন, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও হিকমতের জ্ঞান দান করেন আর নিশ্চয় নিশ্চয় তারা ইতোপূর্বে সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিলো;