সাইয়িদুল আম্বিয়া,সাইয়িদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম-এঁর কথা, কাজ, মৌনসম্মতি ও গুণাবলিকে হাদিস বলে। ইলমে হাদিসের সুবিজ্ঞ মুহাদ্দিসগণ নবি করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) সম্পর্কিত বর্ণনা ও তাঁর গুণাবলি সম্পর্কিত বিবরণকেও' হাদিস'-এর অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করেন।